শরৎ তুমি টাপুর টুপুর
শিউলি ভেজা বৃষ্টি,
নীলাম্বরের চোখের তারায়
কি অপরুপ সৃষ্টি।
কাশের বনে ঢেউ তুলেছো
তোমার চলার ছন্দে,
মধুমাখা রোদ ঝরে পড়ে ঐ
মিষ্টি মধুর অঙ্গে।
তোমার চরণ সিক্ত
বিন্দু বিন্দু শিশির।
ছেঁড়া মেঘের ভেলায় বাজে
আগমনীর গান।
তুমি যে সহজ,  তুমি যে শরৎ
আনন্দের আহ্বান।