মেতে আছে যত প্রাণের আবেগ
      কালস্রোতের দায়ে, জীর্ণ বিষাদ পথ প্রান্তরে
                 ঘটনা হয়ে ছড়ায়।
খবর বানায় নিঁখুত মানুষ ঢেকে দিয়ে কলরব
      হা' হুতাশ যত মেলে অবিরত
                 কোলাকুলি ক্ষমতায়্ ।
দৈন্যের দায়ে আমরা অবুঝ পোড়ে ঘুঁটে অবেলায়
       গোবর হেসেছে স্নিগ্ধ প্রভাতে
                  চৈত্রে ফুরায়ে যায়॥
কানা ঘুষো আর আত্মপ্রভুর নিত্যারতির ছলে
       আমরা ভিখারী দহনে ও দানে
                  আছি চির করতলে ।
প্রেমের দাবীরা আঠারো পেরোলে নব্য হিসেব শেষে
        দামী লোকালয় কেরিয়ার আর-
                   বেজায় অংক কষে ।
মঞ্চে শ্লোগান স্থিত হয়ে যায় দেব দেবী ক্ষমতায়
        শিথিল আবেগ ছেড়া পাজামার
                    ইতিহাস রয়ে যায়্ ।
ঘূর্ণিপাকের জবর বহরে ঘুরছি জীবনভর
         নিঃস্ব হয়েছি ছত্রছায়ার একচোখা অন্তর
                শ্রেয় থাকা তাই চুপ,নিরুত্তর॥