কে বলেছে সব খানেতেই আঁধার
আলোক আছে পশ্চাতে ঠিক তার
কে আর দেখে মহৎ কিছুর মানে
এক পৃথিবী হৃদয় আছে থেমে |


হীরের আবাস খনিজ বুকের স্তর
গর্বে ধারণ শুধুই দেমাক ধনের
আসল সেতো আড়াল ভালোবেসে
তফাৎ  রাখে ধরণ পরস্পর |


কে আর করে গভীর তলের কদর
সব খানেই ভোগ আর ভাগের দর্
রত্ন সে তো অঙ্গ সাজায় যারে
সে কি বোঝে কোনখানে তার ঘর |


যতই সাজাও আলোক সমুজ্জল
শহর নগর ভাসিয়ে উজার মালা
দাও ভাসিয়ে গায়ের পরব ফুলে
রত্ন সবার অধিক চ্ছটায় জ্বলে |


সব আঁধারেই রতন আছে ঘুমে
ক'জন সঠিক সেই অতলের গায়ে
খনন জুড়ে খনিজ রতন তুলে
সাজায় ডালা অঙ্গ ভূষণ চুমে |


গভীর যত আঁধার ততই রতন
খনন জুড়ে জীবন যাদের সবাই
রতন চেনে আসল নকল যত
আসলে ঠিক আঁধার বুকে ধরে
ঘুমিয়ে থাকে পান্না চূনীর ধরণ |


অবাক রাতে খনন ওঠে জেগে
খনিজ হৃদয় উদোম সুখের স্তর
নাবিক চিনে রত্ন ছোঁওয়ার নেশায়
শহর নগর বনিক পরস্পর.... |