ম্লান হয়ে থাকা দূ'দশক ধূলামাটি
প্রশ্ন তুলেছে চূড়ান্ত পর্যায়ে
কতটুক ঘর কতটুক ঘটি বাটি
কত পথ ঘুরে আমাদের পরিচয় |


ফিরে চলে গেছে শৌখিন অন্তর
আঙুলে জড়ানো মুগ্ধ বিপন্নতা
নোঙর ফেলেছে অন্য তেপান্তর
মুছে গেছে সব আমাদের প্রবণতা |


বাহবা দিয়েছে চেয়ারের ভর্তুকি
মগজে জন্মে ক্ষমতার আশ্লেষ
বুঝে ওঠাদের আজন্মকাল ঝুঁকি
দুধ শিশুদের প্রজন্ম পরিবেশ |


পরমাণু বোমা যতটা বুঝেছে ওরা
যখম ,উল্লাস ,সন্ত্রাস সরাসরি
মানুষ বোঝেনি রক্ত মাংসে গড়া
অভিসার খুব সহযেই হাতখড়ি |


জবর দখল মাঠ ময়দান রাস্তা
ছেয়েছে ওদের ছত্রছায়ের দল্
ঠুনকো রাজের রাজ্য ব্যবস্থায়
কেরামতি চালে রাজ্যপাট বদল |


পুঁথিগুলো ধূলা মলিন আগারে
সেঁটে ধরে আছে মহাকোষ
নেমে গেছে ওরা অক্ষর ভারে
আজ পরে আছে আফসোস |


পুত্রেরা বসে পিতার আদলে
চেনা চিনি গুলো জমা থাক
বরং ক'ফোটা আমাদের কথা
মহা সমাদরে স্থান পাক |