স্যাঁতসেতে বর্ষায় পিচ্ছিল ঘরদোর
চকচকে গাছপালা উচ্ছল ঘনঘোর
নালা খালে বরশিতে জনাকয় তুলছে
পাত ভরা গন্ধতে কাঁদা জল ভুলছে ।


ঝপাঝপ ঝাঁপ মারে এ ডাল ওডালটায়
এ খেলার আহ্লাদে বেমালুম ভুল হয়
তাড়া নেই ইস্কুল পথ ঘাট  চেনা দায়
বর্ষার খুশি তাই ছোটদের দলটায় ।


দুই কলি সুর তুলে মিঞা ঐ গাইছে
আনমনে কালো মেঘ আকাশটা ছাইছে
বড় বউ একঝুড়ি তেলেভাজা রাখছে
হাতগুলো নিমেষেই ফাঁকা হয়ে যাচ্ছে।


চালা উড়ে কেউ কাঁদে হাহাকার কান্না
পাশ বাড়ি খিচুরীর আহা ভোগ রান্না
শিশু কাঁদে ভূখা পেট আকাশটা গর্জায়
বড় ঘরে ইলিশের ভূরিভোজ বর্ষায় ।