এইবার আবরণ খুলে গেছে
বেড়িয়ে পড়েছে কদর্য রুপ
হাড় মাংস, ঘিলু, ছিটকে পড়েছে কুৎসিত নগ্নতা
কেউ দেখছে না,নৈরাজ্যের এ দেশে
অবশিষ্ট পাঁজরখানার
গড়াগড়ি চলছে রাস্তা মাঠ ময়দান
আনাচ কানাচের সভ্যতা
এইতো সমাজিক দেহ
একদিন যেখানে উপছে উঠত
ভাস্কর্য্য সংস্কৃতির মিলনতীর্থ, কবি সাহিত্যের ছত্রছায়া
আজ শুয়ে আছে দিগন্তশেষের হাভাত দারিদ্র্যে
কিছু আড়াল নেই আর
মনিষীরা স্তব্ধতার ঘনান্ধকারে নিশ্চুপ
থেমে গেছে কালের চক্র
শিশুর কলকাকলি , জ্যেষ্ঠ্যের বরাভয়,মিলনের প্রাঙ্গণ
পিছে পড়ে আছে জৈবিক অবশিষ্টাংশ
তাতে কামরসের মশা মাছি
উন্মুক্ত জীবাংশের ধংসাবশেষে কেবলই
ছত্রাকের জীবাণু
একসময় কবিরা এসে বসতেন,উদার কন্ঠের ঋষি
ঘুঙুরের নিক্কন, মহর্ষির সাম্মাণিক আসনে
বর্ধিত হত প্রাঙ্গণ
আজ তার নিস্তব্ধতার জীবাণু নৃত্যে
কেবল মৃত্যুর ভয়াবহতা
আশংকা আর নৈরাজ্যের কদাচার
বিচারের ডাস্টবিনে হেড মাস্টারের মৃত্যুযোগ
কর্মদ্যোগীর গুপ্তরোগ
দানা নিয়ে কামড়াকামড়ি একদল চতুষ্পদ
আর সম্ভাবনার কঙ্কালে বালখিল্যের হাসি
আমি দেখলাম ভারতবর্ষকে
মুসলিম শিখ খ্রীশ্চান পারসি হিন্দুর উদ্বিগ্ন পাংশু মুখে সনাতন সেই মঙ্গলবাতির অন্ধকারে
মৃত্যু দেখে থমকে যাওয়ার আতঙ্কে।
দিনরাত প্রাণ প্রাচুর্য্যের জোয়ার সে পথে আজ
থমকে গিয়েছে সভ্যতা,পড়ে আছে নিরাভরণ একরাশ লজ্জা
কাপড় নেই আচ্ছাদনের
উদগ্র লোভী একদল চতুষ্পদের অরাজগতা জানান দিচ্ছে
আমরাই আছি.................