পর্ণমোচি বৃক্ষের মতো ঝড়ে যাচ্ছে
আমার অকিঞ্চণ প্রসাধন,
প্রা:তকালের আয়না দেখে চমকে উঠলাম
এ কি , চরম দুর্দশায়
ছেয়ে যাচ্ছে আমার চতুর্পাশ
আমি চিনতে চাইছি না,জানতে চাইছি না
এক সুগভীর সংকেত
ক্রমশ: বিদ্ধ করছে আমায়-
খুলে দিচ্ছে কালের প্রসাধন,নামিয়ে আনছে
গর্ভে,অধে: মিলিয়ে দিতে চাইছে
আমার প্রকৃত বাস্তবতা
আমার সত্ত্বা অস্তিত্ব সব।
জানাতে চাইছে প্রকৃত সংজ্ঞা
তার মাঝে আমার অবস্থাণ
কিছুতেই একত্রিত হচ্ছে না
আমার যাবতীয় প্রসবিত, প্রসাদিত
মুকুলিত গুচ্ছেরা...


কোথায় আমি ? প্রশ্ন করলাম
যুগপৎ বিমিশ্র প্রক্ষেপণ
আমি আর আত্মা কে কার বিরাগভাজন?
আমি আত্মাকে জানি
চরম সত্য হয়ে আসা ঝিনুক শুক্তি যোগে
আমায় বিশুদ্ধ করে


কিস্তু আজ কোন বিকার ?
মাথাভরা অক্লান্ত দাবদাহে
কার যন্ত্রনার বিমোচন?
জানি আমি কোন্ অসময়ের গর্ভে
কার এক উচ্চারণ
সেই অশুভ সংকেত নিরাবরণ নিদ্রায়
খুলে নিচ্ছে আমার আজন্ম বিবেক,
চামড়া,অস্থি,ঘিলু স্থাণচ্যুত
নুব্জ হয়ে আছে প্রকৃত ইচ্ছেরা ।
আয়না জুড়ে দাপাদাপি
আমার সম্রাজ্ঞী হবার চেতনা।


প্রশ্ন করলাম আমি উৎক্ষিপ্ত না প্রক্ষিপ্ত ?
চেতনাকে নুয়ে ফেলব
চাই না সে শক্তি
গভীর থেকে যুগান্তের বাস্তব
আর আমার চিত্রেরা
বিচ্ছিন্ন কেন , অবধারিত নয় কেন?
আমার বোধে জন্ম নিক
ক্রম আচ্ছন্নের প্রকৃত প্রেক্ষাপট
দশ দিক আর্ত চিৎকারে
বলতে চাই আমি জানব,জানব,জানব |