নীরেন্দ্রনাথ,তোমার কলকাতার যীশুকে
দেখতে এলাম,রক্তের কালশিটে ঢেকেছে
খ্রীসমাসআলোয়।                                                    
ক্ষতের উপরে স্যান্টার উদযাপন
পদমূলে গোটা কলকাতা উপুর হয়ে আছে
কারো হাতে ডি এস এল আর
কারো ভিডিও ক্লিপিংস
নতমাথার অশ্রুধারায় এক একটা ভালোবাসা
এক একটা বড়দিন গেয়ে উঠছে
"জিঙ্গল বেল জিঙ্গল বেল "
আমি কিন্তু দেখছি তোমার ক্ষতের পেড়েকে
গেঁথে আছে প্লেটো,সক্রেটিস
এরিস্টটল,মার্কণি'রা
ক্রমে নেমে আসছে
কৌতুকের ছত্রছায়ায়।
আর তাদের সৃষ্টিতে ছেয়ে যাচ্ছে প্রহসনের
কুঠারাঘাত।
আলো,আঁধারির আবছায়ায়
তোমার কাঁটার মুকুটে বরণের দীপ জ্বেলে দিল
মিশনারীরা।
অথচ, উৎসাহের আতিশয্যে তোমার চুঁয়ে পরা
যন্ত্রণায় কেমন মেতে উঠছে খ্রীসমাস


আমিও ব্যতিক্রম নই
কেক কাটার আনন্দে ছুঁয়েছি তোমার ক্রুশবিদ্ধ ক্ষত
নীরেন্দ্রনাথ, তোমার যীশুকে আমরা
দাঁড় করিয়ে রেখেছি বছরশেষের মুখরমেলার
খোলা প্রাঙ্গণে।
মিলিয়ে দিতে পারিনি হৃদয়ে ও মননের একাত্মতায়
তাই দু'ফোটা অশ্রু ঝরিয়ে মানিয়ে নিলাম
তোমায় উৎযাপনের নামে।