অমলাকান্ত রোদ্দুর হতে চেয়েছিল
ডাক্তার এন আর এস
মন্ত্রী এম এল এ'র কোনটাই নয়
রোদ্দুরের নোটিশ নিয়ে সে
দেখতে চেয়েছিল রৌদ্র উপত্যকায়
চাপা পরে থাকা অন্ধকারে
কেমন করে মনুষ্যত্ব ফলে


চালচূলোহীন অস্তিত্তগুলো পরখ করে
দাঁড়াতে চেয়েছিল
এক অন্যরকম
আবিষ্কারের পাশে
হয়তো...........


ওর সাথে সখ্যতা ছিল রোদের
মায়ের তপ্ত নিশ্বাসের
উদ্বাস্তু মেয়েটির
বেশ্যার চোখের জলের , জারজ ছেলের
অবৈধ আশ্রমিকের
অনাথালয়ের সর্বত্র ওর রোদ কুড়োনো


রোদ
জমতে জমতে কোনদিন গোটা
অমলাকান্ত হয়ে গেছে
টেরই পায়নি কেউ ...................