তৃষ্ণার দোষ কি, অধরের খাতে
যোগাযোগ, পাত্র খোঁজে
আর্তির পেয়, মিঠা,লেবু,আঁতরের সাথে
নেশার পানীতে
অশ্রুর ফোটা পরম পানীয়।


                 ২


বাতাসের কাছে মিলিয়ে যাচ্ছ তুমি
আমার অপেক্ষায় কি ?
ঝঞ্ঝা বা তুফান হতে পারতে
অন্তত বৃদ্ধাঙ্গুষ্ঠে হিম হয়ে থাকা
শব্দগুলো চোখ মেললেই
আমি আমার রুপান্তরের স্বপ্নে পেতাম
আরেক পৃথিবীর পালক
জুড়ে শব্দার্থ গজাচ্ছে ক্রমে ।


                  ৩


একপ্রান্তে ধ্বংস অন্যপ্রান্তে সৃষ্টি
মাঝের টায় আমি তুমি ,
বিতারণ শুরু হলে
বিলীন হয়েও আমরা থাকবো কিন্তু,
একই ভাবে, একই স্থানে
আপাতত এটাই ফাইন্যল ।


*********    ********