ওহে নিকুঞ্জভবন ,
ঠেলছ কেন পিছে
এই বৈধতায় হাঁটু মুড়ে কলজে বুনেছি
তাপ,উত্তাপ  লেন দেনে,
উত্তরীয় মাটি।


পিলসুজে দীপ্ত কার্ণিশ
বৈষয়িক খামে
খোলা চিরকূটে উত্তরীয় যতি
ঠেলোনা অহেতু ,
নির্ণেয় এই
অরণির নির্দয় পরিহাস।


জুড়ে আছে কামিনীর অদ্ভুত বিতান
বাহুবন্ধ নিকুঞ্জের পয়োধর মুখ
দ্যুতি তার এই সীমানায়
নশ্বর আর খোদিত অসুখ।


টেনে আনো মৃদঙ্গের বেলা , ঝুমুর উল্লাস
টেরাকোটা মাছরঙা দোরে
সেই দেরাজের ছবিগুলো
অযথা সেখানে কেন আজো
বসে তাল্ বিমিশ্র শ্রমনে ?


পা ছুঁয়ে মেলে ধরি শোক, আহা
এতটা হার্দিক এতটা আপন
এখানে ওখানে ফেলে রাখি ক্লান্তি কিছুটা
কিছু দীর্ঘশ্বাস
চুল খুলে গড়াগড়ি দেই
নেচে,গেয়ে গুনগুন
আনমনে ভাবি, যেন কে ? কার মতো?
আহা কি আপন !!