মৃত্যু না জ্বালা, ঠিক কি দিলে?
দেহের কবন্ধে যখন
রুদ্ধ হয়ে চলেছে জন্ম মৃত্যু লয়
ক্রিয়ার বিরুপ বিকিরণের
একরাশ জৈব
সমুখে রাখলে এক গন্ডুষ জল -
ছায়া পরা মাত্র দেখেছি
স্থিত হয়ে থাকা
সন্ধিলগ্নের শেষ
সূত্রটুক নিলে শুষে !


এই প্রতিক্রিয়া
আর ক্রীড়ারত
একচ্ছত্র মৈথুন গতিপ্রথা অস্তিত্বে
সাম্রাজ্য ঝুলিয়ে বলছে - কেউ নেই,কিছু নেই


সময়টাকে বেড়ি জুড়ে
তুলে দিলে,পাপ পূণ্যির কয়েদখানায়
একগুচ্ছ তালা যার চাবিগুলো
থেকে গেল রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে


গতিরুদ্ধ ত্রুটির মতো
সর্বাঙ্গীন কথা গেছে হারিয়ে
নি:স্বতায় ডুবে আছে
নির্ভরতার দেশ,কাল্, এই শুধু আগামীর লেন দেন -