একটি শ্মশাণ আর একটি গাছের সংসারে
ছায়া ছিল না কোন
দিনরাত চুল্লির দাউ দাউ
অসহায় গাছটি ঝলসে পুড়ে যেত শুধু
দাহ শেষে মৃতের আত্মার একমাত্র নিশুথখানা !
ঝমঝমিয়ে বৃষ্টি হলে জেগে উঠত ওরা
কচি কচি মাথার সে কি উদ্দীপনা
নিশিথে দেখতাম
একরাশ বেগনী রং নিয়ে
হাড় কংঙ্কাল জোড়ার সে কি উৎসাহ
পরদিন সকালে পরে থাকত
শ্মশাণোৎসবের ভস্ম,পরিধেয়,কাঠ
ঐ পোড়া গাছে আজ তীব্র মড়ক
গত জন্মে একটা সন্ধি ছিল তবু
ঠান্ডা হবার কিছুটা বাতাস
মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে
পূব পশ্চিম মুখোমুখি,এখন
ছায়া,ফুল ফল কিচ্ছু নেই,মাঝে মধ্যে
বর্ষায় ছাল ফুঁড়ে উঠে আসে
শুধু হাহাকার আর চাড্ডি শিশুর আঁওয়াজ