এইবার উঁকিঝুকি চলবে
কৃষ্ণচূড়াও তৈরী, চূড়বৃন্ত খোলা রেখে
রাধাও বৈভবী, কোন বৃন্তে
কে ছোঁয়াবে পরাগ বাসর
হাস্নুহানা নিরবচ্ছিন্ন উস্কো মতিভ্রম
একটাও কুড়ি তার
বাঁচানো গেল না ঝড়ে - !
গুঞ্জনগুলো একই ধরণের
মেঘ দেখলেই বুঁদ, নিতান্ত আটপৌরে
ভল্লায় চোখ রেখে নিস্ফল লক্ষ্যস্থির -
এভাবেই কামনালব্ধ হই
হয়ে চলি নিস্ফল আবেদনের কাছে


বসুমতী, এ পক্ষ যথেষ্ট নয় -
আরেক পক্ষ দাও
এ গূঢ় তীর পিঙ্গল সুর্মা ভেদ করে
আমাকেই বিধর্মী করে বারংবার -
অব্যর্থ এ ক্ষত কোথায় লুকোই বলো !
অত:পর সংঘর্ষে
নিখোঁজ হল চলযান
ক্ষত জুড়ে নির্লিপ্ত উকিঁঝুকি
মাথা বেয়ে অনর্গল দহন পূঁজ রক্তের
ক্রমান্বয়ী জট আর জটলা


দাঁড়াই কোথায় ?