তবু নোনা লাগে
কান মুখ বেয়ে আশ্চর্য্য পানীয়
পাথরের গাঁ ঘেষে
একচ্ছত্র উদ্দাম জন্মস্রোত
পাঁক খায় বিন্যস্ত জঠরে
এইমাত্র গুলিবিদ্ধ স্বৈরতন্ত্র ঘিরে
খুঁটি দিল কেউ
আমি আজ ভগ্নাংশ চিরে জন্ম নিই
একক অস্থাবরে,
মন বুক দেহে গাঢ় হয় পিরামিড
মমির প্রদেশ, গহ্বরে প্রত্ন খুঁজি বিষন্ন আমি
কাল্ ঘুম কেটে গেলে
কেউ ভাবে সূর্যোদয় বুঝি


আমি দেখি অস্তগামী
বিমূর্ত প্রাক্কাল___l