মেঘটার প্রেম চেয়ে চাঁদ
জড়িয়েছে মেঘলা আকাশ
কানে তার না বলা কথার
কত ছল্ কত অজুহাত |


তারাদের ফিসফিস গুঞ্জন
পেতে চায় বৃষ্টির নিক্কন
আড়ালের জ‍্যোৎস্নারা উন্মন
বুঝি ওই এল কার বন্ধণ |


সুখের কিণারা খোঁজে বিভাজন
ওষ্ঠে ধরেছে ওই মালকোশ
চা৺দের মিনার জুড়ে লাভাস্তূপ
অথৈ জমেছে নাচ রসায়ন |


পাহাড়ের ধ্বংসের পাদদেশ
মিশে আছে জীবাশ্ম প৺চনে
স‌‍ঙ্গীতে তূণেদের মারণের
শিলালিপী অবিচল দরবেশ |


মেঘ চায় পিয়নের আর্জি
দুর্নিবার স্রোত তাই মজ্জায়
আবরণ সরে যায় লজ্জার
সকাশের বিনিময় মর্জি |


বন্ধুর দরবেশে কাদের ঐ
আজীবন শত্রুর মেঘটায়
মুখে হাসি অন্তরে বৈরীর
বৃষ্টির ধাবমান জল অথৈ |