খুব ভালোবাসা সে বলেছে,
" মৃত্যুর ঘন্টা হাতে"- ত্রিকালজ্ঞ সুখ,
যমাগ্নির প্রোমোট পার্মিশন  ।
ঘসটা আঙুলে শৈল্পীক কেরামতি,
বল কার পিঠ চাপকাবে ?
নির্জন রতি পর্ব শেষে
বেহুদা স্ট্যাম্পে অলিখিত চুক্তি সাবুদ।
ওহ্ ! মাত্র যার ফোনালাপ
ভালো লাগালাগি চমৎকার ছেলে-
লুকিয়ে চুরিয়ে, বেশীদিন নয়-
এমন ধম্ম আছে বিনি পয়সায়
কোন পথে কে কার পিছে যায়.....
প্রেমে বুঁদ সে তখন আঙুল খেলায়
ঝাঁঝালো সংবাদ।
কাল যে বিনয়ী-
পরিপাটি, সাজঘর কানায় কানায়....,
ঘর,শোওয়া তার তত পরিনত।
শোনো, আরও ধরে রাখো কৃষ্টি,ক্যলচার
বলেছে সে ঘন্টায় শান্তির হাসি বাজে,
সুখ ত্রিকালজ্ঞ ছেঁড়া দরমায় ।