রেখেছি পাশেই ঘোর অমানিশা তবুও হৃদয়খানি
ছুঁয়েছিতো আশা  তবুও দুরাশা সংলাপ কানাকানি
হৃদয় মাঝারে ছিল যা আদরে ঝিনুক কুঁড়ায়ে তুলি
রোজ সমাদর করেছি আদর তোষামোদ আন্দোলি
কতনা যতন দিয়ে স-যতন আমাদের ঘাঁটি গড়ি
তোমার ভরসা দিল যে সহসা এই কূলে পাততারি
যদিও তখন জল ভরা মেঘ গাহেনি চাতক ঋতুগান
ভরেনি আকাশে তারাদের পাশে চাঁদ হয়েছিল উন্মণ
একে একে সব শুধায়  কুড়িরা বুঝি বা হেসেছে?
পৃথিবীর কোণে কেউ আনমনে বাসা তার যেন গেঁথেছে
আলু-থালু কেউ হল বিন্যাস আপনার কারে জেনেছে
বহুকাল পরে যেন কে এলরে বুকের হিঁয়া যে কেঁপেছে
সাজো কে বলেছে ঋতুরাজ বুঝি তাই বনতল সেজেছে
'"এসো" কে বলেছে,প্রেম বুঝি আজ এলো পথ ভুলে এসেছে
"ওঠো "কে বলেছে,ছন্দেরা আজ সারি বেধে সব এসেছে
ভুলে ছিল মন তাই অকারণ দ্বন্দ-বিলাপ ভুলেছে
ছন্দেরা আজ দ্বন্দ ভুলেছে শতদল হয়ে ফুটেছে
মনগুলো আজ তুলেছে আওয়াজ বিবাগীর বাঁশি ডেকেছে
পথ যেন কারে নিয়েছে সাদরে রেষারেষি সব ভুলেছে
যেন কে আড়ালে প্রকৃতির ভালে রেখেছে নিরেট হিসেব
লিখে দিয়ে শেষে নিষেধ আদেশ দিনলিপি অতএব,


এসেছে  যেন রে এসেছে সে আজ হৃদয় দুয়ারে এসেছে।