চলে যায় চুপিসারে দুরন্ত ঢেউ
       ছোঁব বলে বসে থাকি,বসে থাকি,বসেই থাকি......
       ভেসে যায় অনাদৃত তোলপাড় মন,
       জলজ জীবন ভাসে খড়,কুটো, ব্যবচ্ছেদ শেষে
       কাড়াকাড়ি জরাজীর্ণ খাদ্যলোভী জীব্
এসে যায় জীর্ণতা ভাঙা পার
       তোমার ও মুখ,হাসি
       ছুঁতে যাই ভ্রমে.শুধু ভ্রমে নিথর ছায়ায়      
       ভালোবাসা দু'হাত বাড়ায়ে
       ভালো-বাসা নিঠুর ছলায়
কেড়ে নেয়,কেড়ে নেয়, কেড়ে নেয় সব........।
       চলে যায় মহার্ঘ আশায়
       ধন,জন্ আয়েস মিছিলে
       চুল যার ছুঁয়েছিলে নবোদিত চুমা
       আদরের মহতী হৃদয়
       বিবর্ণ পাথর বেদীতে
       বুকে রাখে নিষ্প্রাণ হাত্
      এঁকে দিয়ে উত্তাল স্রোত
জেগে থাকে পার তার অপেক্ষা,অপেক্ষা.অপেক্ষায়......