এসো গো সজনী এবারে এগোই সাথে
আরো কিছু শ্লোক গান আছে বাকী
সাথে নিয়ে তার শেষ আভরণ এই
এস নেমে সেই পথের পাশে দাঁড়াই !


কুজ্ঝটি আলো নিভে গেছে সাহারায়
নেই কেউ আর ধূ ধূ পথ দেখাবার
এইক্ষণে বুঝি জীবন শুকায়ে যায়
হাত রাখি হাতে নিদারুণ অবেলায় !


মজলিশ দিন বন্ধু মহলা সেইসব
ফাঁকা স্থাণটায় গুঞ্জণে যেন সহসা
যত রেশ ছিল যতটুক তার উৎসব
আজ বলে যায় সবটাই শুধু হতাশা !


দেখেতো নিয়েছ মানুষ আসলে ফাঁকা
গতে লেখা এক যাপনের অভ্যেস -----
ফুঁ দিলেই ধূ ধূ আদতে টাঙিয়ে রাখা
নিরাকার এক চালনার প্রতিবেশ !