আমি বধির হয়ে যাচ্ছি' সর্বাঙ্গে কম্পন
না কোন ভূকম্পণ নয় ' আমাকে প্রমাণ করতে হবে
রিখটার স্কেলে প্রলাপের
ওঠা নামার কারণ ' একাধিক সমাধির উপর
ছড়ানো রয়েছে আমার টিঁকে থাকার
সহাবস্থাণ ' আমি খুঁজে পাচ্ছি না কোন
শিরা উপশিরা কেবল টের পাচ্ছি বেপরোয়া
হুলস্থূল্ ' আমি নিজেকে প্রমাণ করতে আসি নি_


মাইলফলক ছুঁয়ে তুলে আনতে হবে
ওঠা নামা যাত্রীদের ' যারা সেসময় রক্তদান
শিবিরে নির্বিকার দাঁড়িয়ে ছিল
আমার মুমূর্ষ শয্যার পাশে !


এইমুহূর্তে আমাকে লিখতে বলা হবে
কিছু ঐতিহ্যের নাম ' আমার হাত কাঁপছে
দোহাই রক্তদাতারা একটু অপেক্ষা করুন
এক্ষুনি হয়তো কালো কাপড়ে
মুড়িয়ে ফেলা হবে যাবতীয় সরঞ্জাম
আমি ক্লান্ত হয়ে যাচ্ছি '
অবসন্ন পায়ের পাতায় পৃথিবীর জড়তা
এই মুহূর্তে রিখটার স্কেলে
হু হু বেড়ে চলেছে গতিবেগ
বশে রাখতে পারছি না পারদের ওঠাপড়া
কেঁপে উঠবে হাঁটু ' তেষ্টার চিবুক ফেটে
বেড়িয়ে আসবে জিহ্বা


আমি চেষ্টা করছি একটা দারুণ প্রিপারেশনের
অথচ কোন আঁওয়াজ বেড়োচ্ছে না
আমার বল্লম শড়কি তলোয়ারে জমেছে
জন্মের কাল্ রোগ ' রবার্টের আদেশে
হয়তো ঝুলিয়ে দেওয়া হবে
একাদেমীর 'অবান্তর ' প্রাঙ্গণে '
আমি মন্তব্য করতে পারব না কোনভাবেই !