এখন বিষাদকাল , প্রহরের কানে শোনো
ভ্রান্ত বিলাপ, দিকে দিকে ছেয়ে আছে অগাধ বচসা
আমার এ ইহ্ তবু কার পথে চেয়ে
নির্বিঘ্ন সমাধি পরে বুনে চলে
মোহের গোলাপ ।


ওগো,ঐ রাঙা মেঘ ধূসর প্রপাতে
আঙিণায় শেষ চিহ্নটুক
চেয়ে আছে অনির্দিষ্ট পথে
ভাঙা সেতু,রুদ্ধ পারাপার ,তথাপি আঁধার-
মাখা বিষাদ প্রত্যুষ ডাক দেয় অহরহ
বৈকুন্ঠের কাল্..........ওগো


দেখি এস
আমার এ কাঙ্কিত দেহ
সযত্নের শুষ্ক গোলাপে মরিচীকা ছেয়ে গেছে
কোন্ অবেলায় ।


দেখি এস
বিষাদের অবলুপ্তি ধূলা আর মাটির আহার
মুখে তার চৈতির ভাটার ফাটলে
নিদারুণ অবলুপ্তি,নির্গমন খেলা
মাথা নুইয়ে বুক ছোঁওয়া বিপন্ন চিবুকে
মায়েরা কামুক হল লজ্জা,ঘৃণা ভুলে ।


ওগো
বিষাদের সুর তোলো পিয়ানো পঁঞ্জরে
অগনিত কুঁড়ি বোনো আরো
শেষবেলা পড়ন্ত বিকেলে আমি নয়
লব্ধদ্রষ্টা বিপন্ন ঋষি হবো ।


..................................................................................