তোমার জায়গায় আজ
দীর্ঘ প্রাচীর নিষেধ টেবিলে
সুখটান দু'জনার কবুল প্রণয়
সময়ের রসনায় সহযোগ
তোমায় রেখেছি কিছুটা বিমূর্ত জুড়ে
যুক্তির অখণ্ড নিঃসীমে
অদৃশ্য আড়ালে, দ্বন্দময় ধূসর মাটিতে ।


স্বাচ্ছন্দ্যে জড়িয়ে
টেবিল,টি-টপ,পেয়ালার ভূমিকায়-
অপার্থিব চরাচরে নিকষ মেরুতে-
পার্থিব মেটো রংয়ে আমাদের ধেনু
চোখ স্থির হয়ে থাকে
সে টেবিলে বসন্তের কোমল
প্রভাতে শান্তি দেয় প্রস্ফুটিত সবুজ গোলাপ
দেয় , " নিবিষ্টের চাওয়া পাওয়া "
দেহ মনে
নিঁখুত আলোরা জন্মায়, অন্য সুখে ।


ঘুঁণ ধরা প্রাচীর বিকল হলে
অসমাপ্ত ভাঙা ব্যবধানে
আমার টেবিলে তার ছায়া পরে
দিনান্তের ব্যস্ততায়, পরস্পর উঠে আসে-
ফুল,গাছ,মাটিসহ আকাশের চিরন্তন কথা
একের শরীরে বিদেহীর মলিন সখ্যতা।