এক ফোটা বৃষ্টির জন্য হে উন্মন
তোমাকেই ভেবে ভেবে
একরাশ অক্ষরস্বেদ দিলাম ছড়িয়ে
উপকুঞ্জ ভেবে যদি আস
আঁধারের ছায়াতলে যদি
যদি ফোটে গন্ধবিধুর
ছোঁওয়া লাগে হে উন্মন যদি -
এই জাগতিক ক্ষণ এ মুহূর্ত কাল্
উগ্র থাকে এ চির প্রহর
যদি আকালের ক্ষণ দুর্ম চিরে
ছেয়ে দেয় সবটা অঞ্চল
তাও ভেব সটান দাঁড়িয়ে, বৈচি ছাওয়ায় !
তোমারে, তোমারেই দিয়েছি
সেই ক্ষণ, ঘটামেঘ সর্বনাশা এলোমেলো
চতুর্দিক শ্মশ্রুময় জটাজুট যেন
বৃষ্টি দাও
এসেছি নিদাঘে বন বন দহনের মত
এ ক্ষত স্বাক্ষর হোক
একেক অক্ষর স্থাপনায়
অঙ্গ ভরি চল
বিস্তৃত অলঙ্কারে, দৈন্যসুধা দাও
বৃষ্টিসুখ বপনের মত
দৃষ্টি দাও শৃঙ্খলিত আরো
একটি জীবন গড়ি এস !