ভোর হয়েছে শহর প্রতিদ্ধনী
গাঁথল মালা আগুন ঝড়া মাসে
অগ্নি বীণা তোমায় তুলে আনি
স্মৃতির কোঠায় বিপন্ন বিশ্বাসে


সঞ্চয়িতা মর্মে ছুঁয়েই থাকুক
পাই অবসর তোমাতে বুলবুল
দু'চারকলি গুনগুনিয়ে উঠুক
একই বৃন্তে রবীন্দ্র নজরুল


দুঃখ শোকের অশ্রু টলোমলো
গীতাঞ্জলি বুক বেঁধেছে সুরে
চিবিয়ে ওঠে হঠাৎ হতাশগুলো
খিমচে ধরা ফাঁকা নাড়ীর ঘরে


ফুল কিনেছি ভাঙা ঝাঁপির ধনে
সবাই রাজার' চোস্ত রিহার্সাল
মুচড়ে ওঠা গরীব ঘরের থানে
কবিগুরুর অবাধ চলাচল


কাঁদছে মিঞার মোহন বাঁশরী
ছলক মারে হাপর বেঁধা বুক
জন্মদিনে প্রসাদ গড়াগড়ি
প্রণাম ঠাকুর উল্লাসে উৎসুক


বছর বছর জন্মশতের মেলা
মুছিয়ে হাসি অশ্রুধারায় ভিজে
হাত পেতেছি সুখের পোষাক সেজে
হাত পেতেছি প্রখর দাহন বেলা