হে আমার তাপিত জীবন
অমরত্ব নিতে গিয়ে
আমি শেষে পথভ্রষ্ট, কোন্ গলি যাব
শেষ চুমুক দিয়ে অনন্ত শয্যা
নিল যে যুবক, একবার দেখি
মোহগ্রস্ত কতটুক
স্বপ্নমুখ ছুঁইয়ে সে কি আর
অমনি তাকায় - !
সে কি মায়ামৃগ তৃষাভ্রম
কোন উন্মাদনার কথা লিখি -
প্রতিদিন প্রতিরোজ এ আমার
উল্টো সূর্যোদয় ?
যেখানে আলো ছায়া কিছুই ঢোকে না
তাকে বুঝি নিয়েছে কাঁকড়ে
বালি চাপা মাসী হয়
উপবৃত্ত হয়ে দিয়েছে ঝুলিয়ে, ব্রম্মছাপ জঠর গাদায় !