বরণের কাছে
পড়ে আছে চেলী, শাড়ী,চন্দন
শঙ্খ ছিল না বলে
ভ্রষ্ট লগণ !


বর এল, যৌতূক
নিত্ বর নেই বলে
ছাদনায় কৌতুক !


আসরে দোসর ছিল
কুলোসাজ,
সলতে প্রদীপ
বামুন ছিল না বলে নির্জীব !


নহবতে লয়,তান সবটা সুগম
আলো,ছায়ে
কারু ছিল
কবি ছিল, অকবি ছিলনা
বলে নির্মম !


শোলার মুকুটে ম'ন তিন
সোনা ছিল
দেড় পোওয়া
হীরে ছিল
রত্নখচিত,
অঙ্গুরীয়ে নীলা নেই বলে
বরের যাত্রী সব উঠে গেল চলে !