দাঁড়াও হৃদয় ! পঞ্ঝর খুঁজে দেখি
জন্মান্তর চিহ্ন আছে কিনা
সৃষ্টি স্থিতি ঘিরে আছে কিনা অমোঘ প্রণয়
করোটির প্রাক্কালে সেই পদ্মাপার
বিনিয়োগ সেঁতু, মোক্ষের
বেতফল, নিষেধের প্রবুদ্ধ অঞ্চল আর
স্পর্ধার হাতযশ ! আছে কিনা দেখি
শনের পাহাড়, নিরালার পরিপাটী পুতুল উৎসব
সেই চিহ্ন আছে কিনা দু'ভ্রুর মাঝে
হঠাৎ আঘাত ! বজ্র হয়েছে কি দেখি
প্রান্তিক হৃদয়, পাথর হৃদয় ভেঙে গড়াল কি
বিন্দু অশ্রুজল,নদীগুলো আজও গতিময় কিনা
ছুঁয়ে দেখি কবোষ্ণ হৃদয় ! ভেঙে যাবে
চলে যাবে ভুলেতো যাবেই তার আগে
দাঁড়াও হৃদয় ! ললিত সখ্যতার কতটুক ছুঁয়ে দেখি
বন্যা হয়েছে ____I