ছোট্ট ছেলে বায়না ধরে,দে না মা গো,
         "মেলা থেকে কিনে ছোট্ট
                 প্রদীপখানা।
      এক ঘষাতেই উঠবে জ্বলে দীপ
   ধোঁয়াশাময় চাদরখানি ঠেলে,উঠবে বলে",
              "আজ্ঞা করুন প্রভু"-
              প্রথমেই দৈত্যমশাই,
        "দাওনা আমায় বুলেটভরা সত্যি
                     মেশিনগান
  নিমেশেই গুন্ডাগুলোর করবো কুপোকাৎ
  যারা শুধু খুন খারাপি শয়তানেদের চর্
  প্রথমেই খসবে তাদের মুন্ড থেকে ধর্।
  এরপরেই বানাও আমায় মস্ত যাদুকর
  এক ধোলাইয়ে সাঙ্গ হবে সকল জুয়াচোর,
            ঘুষখোর আর মজুতদারী-
          পরবে কেটে এক ফুসমন্তরে।
কালো বাজারের লুটবো টাকা পাবে গরীব
                        দেদার
   সন্ত্রাসীদের সাজা দিয়ে আনবো শান্তি
                        আবার।
      দৈত্যমশাই করো আমায় সর্বশক্তিমান
        আমার দেশের মাটির অসম্মাণ।
        আনবো ফিরে ঝলমলে সে দিন-
        আলোকোজ্জল উচ্ছল রঙীণ।
  ধূসর প্রাণে জাগবে আবার মিলন প্রনয় সুর
    দে না মা গো,কিনে সেই প্রদীপ প্রভুর-
              ইচ্ছা যাহার বশীকরণ হয়
            জানি না সে কোন্ মেলাতে রয়"।