কিছু কথা রেখ বাকী কিছু আলাপন
মনে যদি মেঘ জমে কিংবা স্খলন
ছন্দ পতন যদি ভাবে...ভাবনায়
আড়ালে কিছুটা থাক্ সেই সুসময় l


কথা যদি থেমে যায় মুখ হাঁ হুতাশ
চোখে থাক প্রশ্নের অবাধ বিন্যাস
হৃদয়ের চোরা গলি থাক সন্তর্পন
প্রখর নিভৃতে থাক লজ্জা উপাখ্যন I


ঘটনা ঘটেছে যত লক্ষ্যভ্রষ্ট চোখ
দু'জনায় আমি তুমি কাব্য ঋদ্ধ হোক
ক্ষষ়ে যাক প্রেমহীন অযুত বরষ
চাইছি না আপাতত বিরহ পরশ i


থেমে গেলে যাতায়াত দুরুহ সময়
চেনাজানা স্থিতু হয়ে সখ্যে মেলায়
খোলসটা টেনে নিলে বিধাতা হেলায়
দূরদৃষ্টি অকারণ কোন্ অছিলায় ?


বলা না বলার মাঝে অনেক কথারা
দম খুটে অকারণ ব্যর্থ দিশেহারা I
যত বাঁধো কষে ধরে নিকষ হৃদয়
সত্যি সে ডেকে নিলে প্লাবন প্রণয় l