দলাদলি


ডগলাস নড়ে চরে বসেন
   তানসেন আসছেন ,দিকচক্রবালে প্রমত্ত  আহ্বান
দিগন্তে ও জলে ..........
সাধের ভাসমান ঘরে জুড়ে যায়
ঢাউস ব্যানার ; মুদ্রা ছেড়ে উঠে যান বাপু' লজ্জায়
মায়ের দেহে যখন নিখাদ মৃত্যু


সন্তানের লাশে কারণ খোঁজা চলছে
মুদ্রার পিঠে তিনি জুড়ে দেন
বল্লম,তীর,আধুনিক কার্তুজ,জন্ম,মৃত্যু মোহ ।
তার মৃৃদু ঠোটে বিষন্নতা
অস্তিত্ব'গুলোকে ঝাঁকাতে থাকে
আশি ডিগ্রী তাপে ;
খসে যায় কার্ণিশ, ঝুল , পলেস্তারা, টালির
চামড়া, বাকলে বন্যার্থীর পরিত্রাণ ।
সন্তানের শবযাত্রীর পাশে মৌন তিনি
প্রতিজ্ঞা করেন................
হারাতে পারবেন না তাকে, খুবলে টেনে নেন
সতীর্থে'র হৃৎপিন্ড , পুত্রের নাভি জুড়ে দেন ।


তানসেন লিপিবদ্ধ করেন শটটি
ডগলাস উত্তেজনায় অধীর , আহ্বান জুড়ে তিনি
বিছিয়ে রাখেন ঝাড়বাতি,রেকাব,কার্পেট
আর আবডালে মুদ্রা স্থাপণ কালে
কিঞ্চিৎ লজ্জা পান মনিষী
গলবস্ত্রে করজোড়ে তবে আজ্ঞা করেন
পুত্রকে স্থাপণ করেন হারেমের প্রকৃত দাবীদার


বন্যা দেখাতে মুদ্রা ধরণ ,
তানসেনে সেঁটে দেন সুর
ঝলমলে গাউন সাজা শবগুলি
দু'ই পিঠ কালশিট ঘাঁয়ে , আঁচড়,কামড়ে
জ্বালা পোড়া ঢেকে সেঁটে যায় মুদ্রায়
জুরি ভেবে আঁকড়ায়,কোঁকড়ায় , বাপু দেখে বাহ্
অর্বুদ ক্ষেত ভরা সোনালী ফসল ।


........................................................