প্রতিটি রন্ধ্রের কাছে আলাদীন হয়ে
কাছে এস প্রিয় ,
চিবুকের ধারে, বিষন্নতা সরে-
ছড়াও প্রিয়তা ।
নিঃস্ব অধর জাগো ,পরিধীর সুধা
কপোল,ললাট,বুকে
সবাক্ স্বাক্ষর।
নৈশঅালোকে নিসর্গ রমনী
ছড়াও দিব্যালোক
ছুঁয়ে দাও দেহ,মন, কষ্টের যাপন
থাকো কাছে প্রিয়।
রাত্রির কানে কান রাখি এস
মেপে দেখি কতটা একতা.............
দৈন্য ঢেকে জ্যোৎস্না ভুবন
কান পেতে রাতের সখ্যতা,
কত স্বপনের যাতায়াত
হাতেখড়ি জানা-অজানার
ভাষায় জাগাও স্রোত,অধরে প্লাবন
বিশ্বাসে অজেয় স্থাপন............
ছুঁয়ে দেখি রাতের সংক্রমণে
খুন হলো কতটা অন্তর।