দৃষ্টি তোমার কাপড়ে মুড়েছ জগৎ নিরুত্তর
সমুখে আগুন লেলিহান জ্বেলে দ্বন্দ্ব পরস্পর।


ভায়ের রক্তে ভায়ের ক্রোধে বিষময় চরাচর
দাবার চালে সম্ভ্রম কাড়ো উদ্যত হাতিয়ার।


টুকরো করেছ দেশের দশের প্রাচীন বনিয়াদ
একেলা হয়েছে দুই ধারে খুটি মধ্যেৱ ইজ্জত।


কাপড় কেড়েছ অন্ন দু'মুঠো সম্ভ্রম শংসয়
ভাগের দ্বন্দ্বে আমরা পুড়ছি নির্মম হতাশায়।


দেশ বাটোয়ারা,গৃহ,প্রাঙ্গণ মগের মুলুক তলে
গান্ধারী তুমি ত্রিশূল পুতেছ আপন স্বার্থছলে।


প্রাঙ্গণে নয় প্রাচীরে ঘিরেছ ঘর বাড়ি সহচর
অন্ধ দৃষ্টি তোমায় বলয়ে চলেছে মিথ্যাচার।


অলিখিত ভূমি গান্ধারী তুমি অন্ধের পালিকা
শংকা ধরেছে ন্যায়ের মুষ্ঠি ৺আধারেৱ বর্তিকা।