আমার এই দ্বাদশীর বেলা
বিষাদের করুণ বাঁশরী , ভাঙে ঘর
উৎসব শেষের রেশ
এলিয়ে রয়েছে শেষ বিদায়ের মত চলে যাওয়া
মূর্ত আমিও চতুর্যাম ঘিরে
এ সত্য কতটা , কেন জানি সন্দেহ !
আলের দুধারে রাত্রি নেমে আসে
খেচরের উপদ্রব, কতটা অবস্থান বুঝে নিতে গিয়ে
দেখি ফিরে চলে গেছি ,সব অবিশ্বাস
প্রেক্ষা থেকে এই হু হু ধ্বনি, বয়ে গেছে
সভ্যতার ঘরে।
চেতনায় টান দিই , ওঠো জাগো
শূণ্যতা প্রগাঢ় হয়ে ওঠে
ত্রয়োদশে আমার আবহে আজও
পোড়া কাঠে শখের দেউটি
চোখ টেপাটেপি করে |