বাইতে বাইতে জীবন
            তোমার ডাঙায় নোঙর
চলতে চলতে হোঁচট
            তোমার ছায়ার দোসর।
দু'চোখ জুড়ে আঁধার
            আমায় তোমার পরশ
মেঘলা,বাদল প্রহর
            তোমার প্রেমের বরষ।
ভুল করলে রুটিন
            আবদারে সে নালিশ
পথ ছড়িয়ে এলে
             নিন্দা, অহর্নিশ।
ফুল ভরিয়ে দিলে
             তোমার প্রহরগুলো।
মেঘ ভরিয়ে বাদল
             আক্রোশে ছায় হলো-
জগৎজুড়ে শ্লোগান
             নিথর,অবশ অচীন
বাজলো রঙীণ বেহাগ
             তোমার বিজয় নবীন।
চল্ছি বেতাল কোথায়
             মরণ-বাঁচন সমান
আঁধার অালোয় ভরা দেখি-
             তোমার ছায়ার আসন।


                 কবিতা : ২


ভালোবাসা কিনবে না'কি দু'এক পয়সা দাম?
তার চে' দাম গয়না,পোষাক বিক্রি অবিরাম।
মানুষ দামে বেজায় বেহাল ফক্কা পকেট যার
প্রেমের নামে খাচ্ছে খাবী অঢেল নির্বিকার....।
প্রেম যে শুধু ধনীর আয়েস বিকোয় যথা তথা
গঁজিয়ে ওঠে গাছের নামে আগাছ্ প্রেমের কথা।
রেঁস্তোরা,ফিল্ম, ফরেন গিফ্টে প্রেমের হাবুডুবু
ভাসছে সস্তা হৃদয় নামের ভালোবাসার যাদু।


ভ্যালেন্টাই গেছেন বলে মহৎ হৃদয় দানে...
আসল প্রেমের কদর বাড়ে মানব ধরাধামে।
নরেন,যীশু,গদাই,মাদার জগৎ ভালোবেসে..
ছড়িয়ে ছিল প্রেমের সুবাস বিশ্ব প্রেমিক ব'শে।
দীন.দুনিয়ার মালিক সবাই বাসরে ভালো সবে
জ্বালরে আলো অন্ধজনের নি:স্ব কুটীর ভবে।
খোঁজরে মানে সর্বরুপে নানা'ন প্রেমের রুপ
তার চে ভালো ডুব দে'রে মন ভবসাগরে ডুব।


স্বার্থ মগন কোন্ সে কারণ বিফল ভ্যালেন্টাইন
কাঁদাস্ আপন দু:স্থ স্বজন আপন অসম্মাণ...?
বাসরে ভালো হৃদয় আলো জগৎ পরিজন.....
ঘুচবে আঁধার মনের প্রসার বৃথাই ধনার্জণ।
বিকোয় দামে ভালোবাসা ক্রেতা বাজার ভর্
দু'চার দিনের আরাম-অায়েস অচীন অত:পর।


তার চে বরং বাস রে ভালো দুস্থজনে কর যতন
প্রাণ ভরিয়ে আশীষ পাবি তুচ্ছ  দামী রত্ন,ধন।
কম কি রে তা' হৃদয়হরণ মন্ রতনের অাভূষণ
না'ই বা হল রত্ন রাশি ধনের সেরা হৃদয়-ধন।