অনেক দেখার শেষে
এ দেখার পর চোখ তার ভরে ওঠে
বহুকিছু বলে
এবার ক্ষান্ত হয়
ধূ ধূ শূণ্যতা -
বহুকিছু বুঝে
ঘরে ফেরে শুনশান্
সব রঙ ফিকে শুধু হু হু সাদা শব্
গতকালও ভাইয়ে ভাইয়ে -
শেষবার চেয়েছিল
সুযোগটা যদি -
তখনও যায়নি মুছে দুরূহ ছবিটা
পরস্পর আকড়ে আছে
ফিরবে না কেউ,কেউ ফিরবে না
আসবে না কেউ,কেউ আসবে না -
শৈশবের কাল, মস্তি মুখর
আজ শুধু নীরবতা অথৈ হাহাকার !


(ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক ঘটনাকে স্মরণে রেখে )


            ||2||


খিদে অথবা পূর্তির
প্রেম,পিড়ীতগুলো খুব অমঙ্গল বলে
- তৃতীয়বর্ণ আমার
অন্ন পরিশুদ্ধ হল না আজও
ইটভাঁটা থেকে বেড়িয়ে
চেয়ে রইলাম টগবগে ফুটন্ত পাতিলে
সকলের আগে দাঁড়িয়ে
সেমন্তির মাসিপিসীর তুতোরা
তলানির উঞ্ছে চতুষ্পদের কামড়া কামড়ি
ফিরে এসে
সহযোগীর বাঁকা চোখ
আমাকেই বিদ্ধ করল প্রথম !