আঙুল ঠেকালেই উঠে আসে
গোটা তদন্ত
তুমি যখন হাত রেখেছিলে
আমার প্রথম বসন্তে
পুরোটা তার
অবিকল স্কেচ হয়ে আছে
তুমি টের পাও নি
প্রতিটি ফিসফাস নিশ্বাস
ছুড়ির ফলা নিমজ্জের ক্ষেত
এমনকি মুখ ঢাকা তোমার আততায়ী
হাতদুটিও স্পষ্ট
স্ক্রীন খুললেই টের পাই
তিনটি মারণযন্ত্রে ঈর্ষার সহবাস
কেমন লকলকিয়ে বাড়ছে
তাতে ছায়া পরেছে
আমার অস্তিত্বের,ঘৃণার প্রতিটি চরিত্র
বেশ প্রকট, ঝড়ঝড়ে
তাতে বিন্দুমাত্র অনুতাপ নেই
তারা নুইয়ে থাকা
সমাজ সংসারকে একত্রে ডাকছে
এক কষাইখানায়
চোখ থেকে ছিন্ন করা হল কর্ণিয়া
মাথার ফসেফেটে
অসংখ্য প্রলাপ ভেদ করে তুমি
সেঁধিয়ে যাচ্ছ
অস্ত্রের মত , ক্রমশঃ আমি
কেমন নির্জীব ঽয়ে চলেছি আর তুমি
ডুগডুগি চেলে
বশ্ মানানোর খেলায় মত্ত


সবটারই প্রায় সর্ট স্ক্রীনবন্দী I