হৃদয়ে নতুন বৈকল্য সাজিয়ে
কেবলই খুঁজে চলেছি
যাপনের সৎকার,নামরুপ জগৎব্রম্মের কাছে......
অধরা তার অস্তিত্বে স্তুতিময় হৃদয়ের আর্তি
কেবল স্খালনেই ক্ষান্ত।


নিশুতি রাতে কেন্দ্রিভূত কক্ষে তার
ব্যাখ্যার শৃঙ্গচূড়ার কি মহান প্রলোভন !
দুগ্ধফেনিল শিশ্মস্তুতির আত্মাহুতির
নিবেদন।


পৃথিবীর অপার বিষাদ তাকে ক্লান্ত করেনা
ক্লান্ত করেনা রোগ,শোক, কান্না,
আর্তের গগনভেদী হাহাকার..........
সাময়িক লক্ষ্যভেদ শৃঙ্গারেই তার পরিতৃপ্তি
দাঙ্গা , যুদ্ধ , হানা , ধ্বংস , বিচ্ছেদ ,মৃত্যু , ভাঙণ..............সবকিছু তুচ্ছ তার..
  
সে মিলন প্রগতির মৈত্রীর
দামামা ,সংঘর্ষ , বিভেদের
কিংবা কোন সুষ্ঠ শান্তির


নাহ্ , কেবল রতিন্নোতির পরিতৃপ্তি.............
পৃথিবীব্যাপী সমর্পিতার কাছে,
হৃদয়ের প্রেমান্ন খুঁটা,
সাময়িক জরাসন্ধের ক্ষনিক নিবেদন.....।


বৃথা সব স্ফুলিঙ্গ অক্ষর,সংগ্রাম.
সময় থমকে দাঁড়িয়ে লিঙ্গের অন্তরালে......
অন্তরায় হয়ে আছে ভবিতব্য প্রগতির পথ।


জগৎব্যাপী কি মহান উত্থান.............. শৈশব ছেপে বার্ধক্যে,
শ্রেনিহীন,কুঁড়ে থেকে রাজপথ প্রগতির........
কি প্রবল আকুতি.......
পার্থক্য দেখি না কোন....
ধারণের যাপন সংস্কারে।