শহরের তিন রাস্তার মোড়ের মাথাটা
ঝলমল করছে আলোয়
সারি সারি হিরে, মণি, মাণিক্যের প্রভায়
ছলকে পড়ছে দ্যুতি
মধ্যিখানে পয়গম্বর এসে বসেছেন
স্বয়ংপ্রভ আসনে
পাশে রত্নখচিত উপঢৌকনে
রম্ভা, মৃদঙ্গাদের সমর্পণ


একদল এলিট শহীদের চালচূলা, অণু পরমাণু
ঘিরে মেতেছেন একক
ক্লোন আবিষ্কারে
যে যন্ত্র শূণ্যের অবশ্যম্ভাবী স্বত্তা
বিনষ্ট করে ভরিয়ে তুলবে সফলতায়
অর্থাৎ
শূণ্য বলতে কিচ্ছু থাকবে না
স্কুল, কলেজ, অফিস, আদালতে
সূত্র জুড়ে
ভেঙে দেওয়া হবে গেরস্তের বৈধতা
বালি, সিমেন্টে মুখ থুবড়ে
পড়লেন প্রমোটর
লোকালয়, প্রশ্ন, কৌতূহল
তিন রাস্তার মাথা জুড়ে তখন তিনশো বিজ্ঞানী
খুঁজে চলেছেন অভিজ্ঞান তত্ত্বের উৎস
সংস্থা বলতে কয়েকশো লন্ঠন
আর বীর শহীদের
নির্বাণ মন্ত্রে উদ্বুদ্ধ একদলা উচ্চারণ


"স্বাহা"


ফলবতী হচ্ছে উপকন্ঠের নাগরিক
চোখ মুখে উৎকণ্ঠার অস্থিরতা
প্রচার কৌতূহলে জনগণের সারি
সকলেই উঠে এল সমুখে
তিন মাথায় তখন কেয়ুরে মণি জুড়ছেন
উন্মত্ত তানসেন
বুঝতেই দেননি এই অপরিসীম ধৈর্য্য তিনি
শুধুমাত্র মাণিক্য খোলার
অপেক্ষায় ছিলেন
অবশেষে তিনমাথায়
প্রতিষ্ঠিত হল ঐতিহ্যমন্ডিত
সিংহাসন,শহীদের চূড়ান্ত আবিষ্কার।