=== পুরস্কার যদি হয় শ্রেষ্টত্বের স্বীকৃতি ===
              
               তবে কিম্ভুত এক,
               কিছুই লিখিনি আমি..
              মিথ্যে কাগজ ভরেছি ,
  ছুটেছি তেপান্তর, ভাঙা সাঁকো ভরসায়
মাত্র নিকাশী জীবন , বাসা ভাঙা চরাচর ,
মানুষ মন্বন্তর আর আধ ফোটা গৃহ নিয়ে....
              কিছুই লিখিনি আমি।


     আমার সারাৎসার নিক্তি ওজন অজুহাত ,
    ফাঁকি দিয়ে কাব্যেরা গড়েছে যাদের নগর
   শুধু তারা দাবীদার , কিছ্ছু লিখিনি আমি।
     আধোঘুম কথাগুলো যদি বল অনাচার
     গতিহারা সহমতে ঢেকে গেছি বরাবর।


           সাঁকোটি ভেঙেছে দ্বন্দে
            কাব্য সাম্প্রদায়িক
            
            ভাষারা কাব্য নয় ....।


   জানিনা কে কার দ্বন্দ, শব্দের কর্ষণে--
    গুল্মের দলে শেষে মিলেছে প্রতিশ্রুতি
  তাসখন্দ থেকে মিনারে লিখেছি তো পরাজয়
  শহীদ বেদীর মূলে আজ হয়ে গেছি অপচয়।
   শহর প্রান্তে লিখেছি কোথায় মানুষ অন্তর
একই ছাঁদ বুনে কখনও কি লক্ষ হৃদয় হয় ?


    যাযাবর বৃক্ষেরা কটূক্তি নিট ফলে
          ফাঁকা রেখে গেছে শেষে
  সাক্ষ্য বনাঞ্চল । কাব্য কথার ঘরে উৎপীড়নের ভীড়,
       লিখিনি কিছুই আমি , নগদে অথবা ঋণে
        গুল্ম বংশজাত শ্রেণীহীন অপচয়।