আঁধার ঝিঁ ঝিঁ'র ঘনিষ্ঠ আলাপন
ধূ ধূ রাত্রিরা কানে কানে কথা কয়
উন্মনা মন ছেয়ে আছে সারাক্ষণ
ছুঁয়ে আছি কর্ষিত তোর হৃদয়।


হরেক কথায় আমাদের পরিচয়
রাত্রি নেমেছে দু'জনার অবসর
তীব্র বেঁধেছে দু'কলি ছন্দময়
তোর বাহুডোরে অগাধ শান্তি ঘর।


অন্ধ তিমির নিয়ে গেছে সেই যাম্
যেখানের সই তোর আমার ধূলিময়
কোন এক ত্রাস প্রলয় মনোস্কামে
শেষ হয়ে গেছে পৃথিবীর পরিচয় ।


স্মৃতিগুলো সব মুছেছে আস্ফালনে
আজো যার ছায়া ঘিরেছে চতুর্পাশ
গাছতলে আজ বিভেদ প্রজ্জলন
তোর আমার খাতে বিঘ্নের পরিহাস।


ভুলে গেছি সব লোকালয় লাজ
কি জানি কালের পরিসর
দেহ ছেড়ে গেছে আত্মার দ্রোহ
তোরে বুকে বাঁধি কবিতার ।


ঘোরতর রাত দু'চোখে প্রলয়
ঘিরেছে প্রমাদ শুভক্ষন
কেন এল প্রেম কেন তুই এলি
এও কিরে সব দুঃ স্বপন.............