মহামান্য এডমিনের প্রতি আমার অভিযোগ সরাসরি বর্ণনা করছি। সুদীর্ঘ বছর একইভাবে কবিতা,কমেন্ট,আলোচনা প্রভৃতি পোস্ট করে আসছি একান্তভাবেই ওয়েবসাইট সংক্রান্ত কোন অসুবিধা না থাকলে পোস্ট করতে কোন অসুবিধাই হয়নি।সাময়িক অসুবিধা হলেও এডমিনকে জানালে সঙ্গে সঙ্গেই তিনি তা সুরাহার ব্যবস্থা করে দিয়েছেন।শরীর অসুস্থতার কারণে হয়তো আসরের সমস্ত গেট টুগেদারে অংশগ্রহণ করতে পারিনি ঠিকই কিন্তু কবিতায়,মন্তব্যে তা পরিপূরণের চেষ্টাও করেছি। আজ এইসময় এসে আমার মত এক প্রবীণ কবিকে মডারেটর হিসেবে সম্পূর্ণ দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হতে হচ্ছে। কিছুতেই অন্য কবির কবিতায় মন্তব্য পোস্ট করতে পারছি না,অবাঞ্ছিত একটি পেজ চলে আসছে এ সম্পর্কে আমি কবি সৌমেন ও কবি পরিতোষকে সবটাই অবগত করার পর কিছুদিন ঠিক ছিল আবার আজ মন্তব্য পোস্ট করতে গেলে একই সমস্যার সম্মুখীন হতে হল একবার নয় বারবার।বিরক্ত হয়ে বেড়িয়ে এলাম। আমার প্রশ্ন হল যেখানে এডমিনের কড়া পদক্ষেপ কবিতা মরারেটরদের কাছে সেখানে এমন বিমুখ তিক্ততার পরিস্থিতি ঘটাচ্ছে কে অথবা কারা?অনুগ্রহ করে বিষয়টি নিয়ে এডমিনদের ভাববার অনুরোধ জানাচ্ছি।
আলোচনাটি ৪৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৮/০৮/২০২৩, ০৮:২৮ মি: