শ্রমিকের কাঁধে ঋণজর্জর অর্থকরের দায়
ফসল ফলানো খাদ্যগুলো লুব্ধকারের জয়
ফলেনি ওজন পাল্লায় ভারী স্বার্থের গঞ্জনা
ফলেছে আতপ ভাঙা থালটায় মত্ত প্রবঞ্চনা।


সাবেককালের গঞ্জনা ওঠে জীবন কেন্দ্রীভূত
নুব্জ্য দেহের কন্দরে কোন্ অঞ্চল প্রহৃত
খসে পড়ে আছে দরদীর স্নেহ দ্ব্যর্থ বসুন্ধরা
সমাজতত্ব মহৌষধের প্রকৌশলে ভরা।


পায়ের দম্ভে ঢাকা পড়ে আছে বর্ণেরপরিচয়
অক্ষর মুখে ত্রিবিধ হয়েছে জীবনের অপচয়
ওরাই দিনের ইস্তেহারে রাত্রি দিয়েছে ঠুকে
কিনেছে জীবন পুঁথির বদলে উৎসব মহাসুখে


শ্রমের সে সুখে মৃত্তিকা ফলে বনিয়াদ মন্থন
কাঁখের শিশুর শুষ্ক ওদনে জনমের ক্রন্দন
পিঠের ছালের বখশিশে রাঙা শিল্পীর ক্যনভাস
হেসেছে পৃথিবী নেটিভ মানুষ"বিশ্বের মহাত্রাস


অথচ মানুষ কধা ছিল যার একত্রের আবাহন
প্রস্তাবগুলো ভেঙে পড়ে আছে বিষন্ন প্রস্থান
জীর্ণ বলয়ে ডুকরে উঠেছে সন্তাপ নরনারী
দেশের বলয়ে দূষিত জীবন দূষণ অতিমারী


ঢেকে দাও যত দৈন্য কাপড়ে হাহাকার ক্রন্দন
জঞ্জাল ঢাকো ভগ্নস্তূপের মহাকাল মহারণ্
পিটিশন ঢাকো অযুত নিযুত মহামৃত্যুর সারি
সামাজিক শত অবিচার ঢাকো দৈন্যে নরনারী


""""""""""""""""""""""""""""""""""""""""
বিঃদ্র- এসময় দেশের শ্রমিকদের শোচনীয় অবস্থা একদিকে উপার্জণের বন্ধ পথ অপরদিকে করোনার মহাত্রাস --- অথচ কিছুই উপায় নেই বসে বসে দেখা ছাড়া। অন্তত কবিতায় কবিদের মানবতা ফুটে উঠুক এটাই কাম্য।