উত্তাপ গড় হয়ে আছে মাটির পরে
মধ্যবর্তী সময়টার মুখোমুখি
ছাত বেয়ে ঢেকে আছে ঘর


সিন্ধুর স্বেদবিন্দু গুলো
তৃষ্ণার প্রাক্ মুহূর্ত লিখে দিয়ে
উর্ধে তুলেছে বাহু
মধ্যের নিরেট ব্যবধান
ভারী হয়ে আছে তৃতীয় বৃত্তে


ক্ষুন্নিবৃত্তির ভেতর ঐশ্বর্য আছে কিনা
খুঁজে চলা আজীবন।।


বপন হয়েছে, রাজকীয় সাজে
প্রকৃতির গায়ে আজ, নিষিক্ত বীজ
প্রচ্ছন্ন জলে টুপির আবাহন
ঢেকে আছে
মোহের শিশির।


নোঙর ফিরেছে জোয়ারের কূল
বেশি নয় দু'ছটাক স্রোত
ছটাক হৃদয় আর ক্লান্তির দেহ
নিম্নগাহী অভিযোগ
সেঁচে নেবে শুদ্ধির খাতে।