(১)


নিশ্চিদ্র নিঃসীম তুমি
ওম হয়ে আছো
পৃথিবীর পরে
পাঁজর গুহার,আসপাশে
নিঃশ্বাসে,
নিগূঢ় সংযোগ
গূঢ় রহস্য মাঝে
চেতনার পূর্ণতট
নব্য হয়ে ওঠে, চিরন্তন ঘটে
মহিষীর আম্র পল্লবে
মূর্ত তুমি ফুলে ফলে
আঁধারের কাঁনায় কানায় ?
(২)
একরাশ
অন্ধকার
আমি আর
অচেতন প্রশ্ন
জেরার
মধ্যবর্তী কোল্
বহুবিধ
নিরাকৃতি ছায়া,
মোহ বাড়ে
জড়াবার , জোড়বার
প্রলুব্ধ রাত
টেনে নেয় যাবতীয়
মানুষ, সংসার।