অদৃশ্য কোটায়
হা পিত্যেশ শেষে, সুদৃশ্য ঝিনুক মুক্তো ভেবে
ছুঁয়ে দেখি বাতায়ন একফালি
দুবৃত্ত প্রত্যাশা,
বিভাজন স্থলে !


একাকী প্রত্যুষ
অধরা খন্ডকুচি নিয়ে বসেছি সাজাতে
সম্পৃক্ত ডালিতে,
সেরা উক্তির ঝাঁজ, বেনী খাঁজ দুর্নিবার,
কোলাজ শাড়িটি, আদুরে বেড়াল
দুই চার উত্থান পতন, জ্যামের বরাজ
স্বরবাহী হেঁটে চলা গলি ঘুঁজি, কার চোখ
কোন্ দিনে দেওয়া ছিল
পিলসুজে ঢিমের প্রদীপ - কত দৌড়
কি কলম, এর ঠিক পরের স্তবক
দিয়েছে কে, কি দেওয়া, নেওয়ার পরেও !


বনিয়াদ তুমিওতো খাপছাড়া
একাই এসেছো - ওরা সব সিঁড়ি ভাঙা মেঘ
মহাকর্ষে পিড়িত জমিয়ে ফিরে আসে
শব্দ গন্ধ হয়ে - আমি নৈ:শব্দ্য লেবেলে
জুড়ে দিই জাগতিক রুচি -