১)


কি নিগূঢ় বন্ধণ জীবনের ,জীবাশ্ম হতে হতে
হিসেবের পান্ডুলিপির টুঁটি চেপে ধরা
একাকার হয়ে থাকা কিছু ভ্রম সংগীত ।
২)


দীর্ঘকাল উপবাসী সাগর ছাপিয়ে যায় সীমানা
মেঘ বৃষ্টি কাছাকাছি খুব ;
কী আশ্চর্য মানুষ সাগর ছুঁয়ে দিলেই
মূর্চ্ছণা জাগে জলে ।


৩)


মানুষ জাগেনি জেগেছে দৈন্য
প্রাত্যহিকীর ফাঁদে কেবলই শূণ্যতা
সজ্জার আবরণে
নিঁখুত সাজানো
রাঙিয়ে তুলেছে বৈভব
আসলে তলানি খুঁজছে সে
এদিক সেদিক নানাভাবে,
কৃষ্টির অস্তিত্ব জুড়ে
কালের ময়লায়
কেবল, লজ্জা শুধু লজ্জা !!