আগামী তোমায় কানে কানে বলে যাই
ঝরেনি এখনও পাতাটি রয়েছে তাই।
কিছু কথা আছে কিছু ভালোবাসা গান
রেখেছে লুকিয়ে অন্তরে সমাধান।


ফুলের কলিরা ঘুমিয়েছে ছায়া মেখে
জেগে আছে আজও তৃষার শাখায় ছায়া
শুকনো পাতায় হেসেছে মদির রাত্রি
স্পর্শ যেচেছে নগরের শবযাত্রী...l


খসে পরে আছে বিদায়ীর বল্কল
ঘুরে ফিরে আজ রাত্রিরা কাঁদে হাসে
প্রেম নিভিয়েছে বাসন্তিকার ছায়ে
পাওনা দেনার অভিনব সজ্জায়..l


ফুরিয়েছে সব যতকিছু কথামালা
দু'এক দিনের কান্না হাসির পালা
খসে পড়ে আছে বিদায়ীর অবশেষ
মুছিয়ে দিয়েছে বাসন্তিকার ক্লেশ।


আগামী তুমিতো মালায় রেখেছো সেই
একে একে যারা তোমার ফল্গুধারা
আমিতো তোমার বিগত দিনের সখা
ফুরিয়ে গিয়েছি চৈত্রের ভাবধারা।


দুয়ারে তোমার জোয়ারের আনাগোনা
সাজিয়েছে মালা নন্দিত পসরায়
বসে আছে সেজে বসন্ত সমাগমে
এসেছে সখারা দুয়ারটি খুলে দাও।


ঝরুক না সে ঝরা পাতাদের স্তূপে
বয়ে যাক্ সব কথাহীন অনাদর
চৈত্রেরা নিক্ কাটাছেড়া গানগুলো
জমে জমে হোক্ প্রস্তর অন্তর।