এ তো যুদ্ধের ঘোরে রং মেখে
সং সাজার খেলা , বরং আমার ময়ূখ টুপিটা
তোকেই ধার দিলাম বন্ধুত্বের অযুহাতে
যেন আবার বর্ষার বায়না ধরিস না
সে তো টলটলিয়ে আছে
মেঘের বণ্ধনে , স্বেদ মুক্তি ঘটুক আগে
তারপর নয় টুপি সৎকার !
ঘনঘোর বাহু জুড়ে উন্মাদনা,
ছোঁওয়া লেগে যাবে, সংযমী হ'
যুদ্ধে অরুচী ধরেছে , চরচরিয়ে বাড়ছে
প্রণাম সেরে সম্পর্কে
লাগাম টানার রাশি ,
তুই আহম্মকের মতো একে তাকে
বিলিয়ে চলেছিস
চেয়ার আর চা'য়ের গল্প, বরং
শির চিরে দেখাতে পারতিস
বৈদেশিক অভ্যাসগুলো কেমন বেআব্রু
হয়ে আছে ,
সবকটি প্রকল্প জুড়ে গলনাঙ্কের নেশাগুলো
কেমন রং লাগিয়ে দিচ্ছে,
গলতে গলতে গড়িয়ে চলেছি আমরা
অন্য আরো যুগে, ধর একদিন দেখলি
কোন পশু অবশিষ্ট নেই আর,সবাই মানুষ
তুই কি আমাকেই পশু ভেবে নিবি,
নাকি জন্মান্তর ভেবে গলে যাবি ?
বরং আমার খেয়ালটা নে '
মেঘের কোল থেকে টপটপিয়ে পড়ছে
বৃষ্টির নিনাদ , কান পাত্ ঘুঙুরের তোড়ে
মেঘেদের স্তুতি ! চললি কোথায় দাঁড়া,
ময়ূখ টুপিতে বৃষ্টি কুড়োবি ?
দেখেছিস জলের তোড়ে রংয়ের তাড়ণা
কেমন রামধনু হয়ে ফুটে উঠেছে ?


রংয়ের ঘোরে আমায় কি ভাবলি তবে ?