ভোর হলেই বিদায় নেবার সাজ
সিঁদুর লালে মা তোর আভরণ
শেষ বরণের রিক্ত কারুকাজ
গলির চালায় দু তিন অনশন ।


প্রথম যেদিন বোধন হয়ে এলি
মিটিয়ে দিয়ে সকল ভেদাভেদ
খুব গোপনে দাঁড়িয়ে অঞ্জলি
ভোগ পাতে মা ক্লিষ্ট ক্ষুধার ক্লেদ !


জীবন যখন গনগনে এক আঁচে
জ্যান্ত পোড়ায় এই আমাদের ভিটে
তুই এনেছিস সেই অমানুষ ধাচে
লুকিয়ে সেসব বিবাগী কালসিটে !


ইট ভাটাতে চাল ছড়ানো জালে
মা চলে যায় মজুত গুদোম ঘরে
সব দেখেছি রংবেরংয়ের আলোয়
কান্না বিকোয় উৎসবেরই দরে !


দু এক কলি আমিও ওদের মত
বলব বলে মুখিয়ে যখন সেবার
হেচকা টানে কলার ছিড়ে নত
চোখ ভেসে যায় মাগো পূজা দেখার !


এই ব্যবধান তুই করেছিস মাগো
চুপটি করে বলছি নিজের মনে
সাদা কালোর প্রভেদ বিভেদ যত
ঘুচিয়ে দিয়ে যা না বিসর্জনে ।